মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অষ্টম জাতীয় বেতন কাঠামোতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিসিএস সমন্বয় কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুলাউড়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা এমএম শাহ্ নেয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) যুগ্ম-আহ্বায়ক উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. নুরুল হক ও উপজেলা প্রকৌশলী মো. আবুল হোসেন, কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভ্যাটেনারি সার্জন আব্দুল্লা আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, ডা. এহসানুল ইসলাম, ডা. শিশির কুমার ঘোষ, ডা. আবু বকর, মো. নাসের, ডা. মীর্জা মোহাম্মদ আসিফ আদমান, ডা. মিঠন চন্দ্র পাল, ডা. মোফাজ্জাল করিম ইমরান, মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ার, সহকারী মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হাই খান ও উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রিজভী আহমদ রাসেল প্রমুখ।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে বেতন বাতিল, পেশাভিত্তিক মন্ত্রাণালয় প্রতিষ্ঠা, পদন্নোতির ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিতকরণ, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন এবং উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের একই পদমর্যদা প্রদান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এটি