বরিশাল: বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন বরিশাল জেলা কমিটির ১১ দফা দাবিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘জমি, কাজ ও মজুরির লড়াই জোরদার করুন’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সভাপতি বিমল বিশ্বাস। পরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।
দলটির নেতাকর্মীরা ভূমিহীনদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান, খাস জমি ভূমিহীনদের বণ্টন, নারী ও পুরুষের সমান মজুরি নির্ধারণসহ ১১ দফা দাবি সরকারের কাছে তুলে ধরেন।
দলটির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন-দলটির নেতা বিমল বিশ্বাস, অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, টি এম শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এছহাক শরীফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই