ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রূপগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পেরাব বাজার এলাকা থেকে মাজহারুল ইসলাম মিঠু (১৯) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১ এর সদস্যরা। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়।



সোমবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সালাহ তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১৮ অক্টোবর) জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাংরোড এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক এবং অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

অপহৃত মাজহারুল ইসলাম মিঠু সোনারগাঁও উপজেলার নাজিরপুর এলাকার তারা মিয়ার ছেলে।

আটক অপহরণকারীরা হলেন- চাঁদপুর জেলার সদর উপজেলার কিষ্ণপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে মাহাবুব আলম (২৬), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিন্নাকুড়ি এলাকার সুলতান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩০) ও মোসলেম উদ্দিন (২৭)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১৬ অক্টোর) বিকেল সাড়ে ৩টার দিকে মাজহারুল তার বোনের বাড়ি রূপগঞ্জের পেরাব এলাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায়।

এর পর অপহৃতের বাবা তারা মিয়ার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের ৬০ হাজার টাকা বিকাশ নম্বরে পরিশোধ করা হয়।

এরপরও মাজহারুলকে ফেরত না পেয়ে বিষয়টি তার পরিবার র‌্যাব-১১কে জানায়। পরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ তালুকদারের নেতৃত্বে একটি দল সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে মাজহারুলকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে।

অপহরণকারীদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ৠাব।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।