ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ৫০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মল্লিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার সূর্যপাশা গ্রামের আশ্রাফ খলিফার ছেলে রুবেল খলিফা (২৮) ও উপজেলার নান্দিকাঠি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. রাসেল (২৬)।
বরিশাল র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, নলছিটির মল্লিকপুর এলাকার সুগন্ধা নদীতীরে ইয়াবা বিক্রির সংবাদ পান তারা। পরে সেখানে অভিযান ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৫০১ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় মাদক ব্যবসায়ীদের গাড়িতে তোলার সময় তাদের স্বজনদের সঙ্গে ধস্তাধস্তিতে আবদুস সবুর নামে র্যাবের এক সদস্য সামান্য আহত হন।
পরে জিজ্ঞাসাবাদ শেষে মাদক ব্যবসায়ীদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর