ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী।



এ সময় ওই বিদ্যালয় চত্বরে ২২টি হিমসাগর জাতের আমের চারা রোপণ করা হয়। পরে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বারসিকের আঞ্চলিক সমন্বয়ক শাহীন ইসলাম, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আখতার, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুল কাদের, স্থানীয় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।