ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ইঁদুর নিধন অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
দামুড়হুদায় ইঁদুর নিধন অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: ‘ইঁদুর ধরুন, ইঁদুর মারুন; ইঁদুরমুক্ত খামার গড়–ন’  স্লোগানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ অভিযানের উদ্বোধন করা হয়।



দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদার  সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদার স্থানীয় সরকার প্রকৌশলী ইলিয়াছ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহা, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।