ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিল্লি থেকে যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকায় স্থানান্তরের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
দিল্লি থেকে যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকায় স্থানান্তরের অনুরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের দিল্লি থেকে যুক্তরাজ্যের ভিসা অফিস বাংলাদেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ এবং যুক্তরাজ্যের সাবেক এমপি ইমিগ্রেশন উপদেষ্টা কিথ বেস্ট।

২০১৫ সালে পরিবেশ পদকপ্রাপ্তিতে লন্ডনে এক সংবর্ধনা সভায় যুক্তরাজ্য সরকারের প্রতি এ অনুরোধ জানান মনজিল মোরসেদ।



পূর্ব লন্ডনের মন্টেফায়ার সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত এ সভার আয়োজন করে এইচআরপিবি’র যুক্তরাজ্য শাখা।

এইচআরপিবি’র যুক্তরাজ্য শাখার সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মনজিল মোরসেদ। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস’র স্পিকার আবদুল মুকিত ও যুক্তরাজ্যের সাবেক এমপি ইমিগ্রেশন উপদেষ্টা কিথ বেস্ট।  

প্রধান অতিথির বক্তব্যে মনজিল মোরসেদ যুক্তরাজ্য সরকার অবিলম্বে দিল্লী থেকে বাংলাদেশে ভিসা অফিস স্থানান্তর করবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকর ব্যবস্থার উন্নতি হচ্ছে। তবে মানবাধিকার রক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি আরো বাড়াতে  হবে।  

মনজিল মোরসেদ আরো বলেন, দেশের পরিবেশ রক্ষায় জনস্বার্থে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে প্রশাসন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় এইচআরপিবি’র কার্যক্রমে সবসময় সহযোগিতার আশ্বাস দেন টাওয়ার হেমলেটস’র মেয়র আবদুল মুকিত।
 
অপরদিকে যুক্তরাজ্যের সাবেক এমপি ও ইমিগ্রেশন উপদেষ্টা কিথ বেস্ট তার বক্তব্যে বলেন, দিল্লি থেকে ঢাকায় ভিসা অফিস স্থানান্তরের বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ করছি। কারণ, ভিসা অফিস ভারতে থাকায় বাংলাদেশের জনগণকে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে।
 
গত ১৪ অক্টোবর মনজিল মোরসেদ যুক্তরাজ্য যান। তিনি স্কটল্যান্ড, মিলটন কাইনস ও ওয়েলস একাধিক পরিবেশ ও মানবাধিকার সংক্রান্ত সভায় বক্তব্য রাখবেন। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানকালে এটিএন বাংলা, চ্যানেল এসসহ বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামী ২৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।