ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাইদুল হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বগুড়ায় সাইদুল হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার বাসিন্দা ব্যবসায়ী সাইদুল ইসলামকে হত্যাকাণ্ডের দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।


 
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হলেন সদর উপজেলার ফুলবাড়ি সরকারপাড়ার গফুর আলীর ছেলে বেলাল হোসেন বিলু। আর যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন -বেলাল হোসেন বিলুর স্ত্রী নাসিমা বেগম, তার দুই ছেলে নাদিম এবং আজিম ও প্রতিবেশী নুর ইসলামের ছেলে রায়হান মিয়া। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে নাসিমা বেগম ও রায়হান মিয়া পলাতক রয়েছেন। গ্রেফতারের দিন থেকে তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমুল করিম হলি বাংলানিউজকে এ তথ্য জানান। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার শিববাটি এলাকার মৃত বাহার আলীর ছেলে সাইদুল ইসলাম ২০০৬ সালের ২৭ জুলাই ব্যবসায়িক কাজে শহরের কালিতলা হাটে আসার পর নিখোঁজ হন। এ ঘটনায় সাইদুলের ছোট ভাই শাহিনুর ইসলাম ২৯ জুলাই সদর থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির খবর জানতে পেরে বিলু স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যান। এতে সাইদুলের পরিবারের সন্দেহ হওয়ায় একই বছর ৩০ জুলাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ১ আগস্ট সকালে বিলুর স্ত্রী নাসিমা বেগম তার বাড়ির পাশে একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ কচুরিপানার নিচে লুকানোর সময় স্থানীয়রা টের পান। পরে নাসিমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার সাইদুলের মরেদহ শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ বিলু ও তার দুই ছেলেকে গ্রেফতার করে। পরে মামলা তদন্ত শেষে পুলিশ সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।