ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে ৮৮ লাখ টাকার নকল তেল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বেনাপোল বন্দরে ৮৮ লাখ টাকার নকল তেল আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ভারত থেকে আমদানি করা ৮৮ লাখ টাকা মূল্যের  ৯২ হাজার ৫৪৪ বোতল নকল দুলহান কেশ তেলের একটি চালান আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (১৯ অক্টোবর)  দুপুর ২টায় বেনাপোল বন্দরের ১৪ নম্বর শেড থেকে এই নকল তেলের চালানটি আটক করা হয়।



বেনাপোল শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম শরিফুল হাসান বাংলানিউজকে জানান, ঢাকার হাটখোলা রোডের আরশান ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারতের কোলকাতার রয়েল ট্রেডার্স থেকে ১৩ অক্টোবর বেনাপোল বন্দর দিয়ে ৯২ হাজার ৫৪৪ বোতলের একটি নকল দোলহান কেশ তেল আমাদনি করেন। যার আমদানি মূল্য ৬ হাজার ৯৪০ দশমিক ৮০ মার্কিন ডলার।

গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বন্দরের অভ্যন্তরে চালানটি পরীক্ষা নিরীক্ষা করেন। এ সময় বাজার থেকে দুলহান কেশ তেলের প্যাকেট এনে দেখা যায় আমদানি করা চালানটির পণ্য নকল। আমদানি করা পণ্যের সঙ্গে আসল প্যাকেটের ছবি ও বোতলের কোনো মিল নেই। চালানের কাস্টমস শুল্কায়ন মূল্য বাজার হিসেবে ৮৭ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা। নকল পণ্য আমদানির জন্য আমদানিকারকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।