ঢাকা বিশ্ববিদ্যালয়: আত্মসমালোচনার মাধ্যমে নিজ নিজ মানের উৎকর্ষ সাধনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এ আহ্বান জানান।
‘কোয়ালিটি অ্যাসুরেন্স ইন দ্য ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। যাতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক।
উপাচার্য বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। দেশে বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি শিক্ষকদের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ইউজিসি’র কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ এবং ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. এম. ইউসুফ আলী মোল্লা প্রমুখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শেখ শামীমুল আলম।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএ/জেডএস