গাজীপুর: গাজীপুরে হাবিব মিয়া (১৮) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ঝাঁঝর এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিব করপোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, হাবিব মিয়া ডেগেরচালা এলাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করেন। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সোমবার দুপুরে পাশ্ববর্তী ঝাঁঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেতে স্থানীয়রা তার জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ/