রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়েটার বোঝাই কাভার্ডভ্যান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সালাহ তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাংরোড এলাকায় রোববার দুপুরে ভোলা বোরহান উদ্দিন উপজেলার জয়া এলাকার আলমাস সিকদারের ছেলে আলামিন (২৬) ও তোফাজ্জল হোসেনের ছেলে নুরে আলমকে (৩০) আটক করে র্যাব।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
এর আগে গত শুক্রবার (১৬ অক্টোর) রাত ২টার দিকে ৩৮৪ কার্টুন সোয়েটার বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১১-৩৫৫৪) আদমজী ইপিজেড থেকে গাজীপুরের টঙ্গীর উদ্দেশে রওয়ানা হলে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে ছিনতাই করে দুর্বৃত্তরা।
আসামিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এটি