ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে অক্সি-ফুয়েল ওয়েলডিং করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (অক্টোবর ১৮) সন্ধ্যায় তেজগাঁও সাতরাস্তা এলাকার বিপুল অটো ইলেক্ট্রিক গ্যারেজে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, শাহজালাল (১৫) ও লালন (২০)।
লালন জানান, গাড়ি মেরামত করার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারের সঙ্গে যুক্ত পাইপ খুলে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আমাদের শরীরও দগ্ধ হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে জানান, শাহজালালের শরীর ৫ শতাংশ এবং লালনের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এজেডএস/জেডএফ/এটি