লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় নাক, চোখ ও হাত-পায়ের আঙ্গুল বিহীন একটি শিশুর জন্ম হয়েছে।
এছাড়াও শিশুটির কান ও ঠোঁট অস্বাভাবিক এবং সমস্ত শরীর সাদা রঙয়ে আবৃত।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আলমগীর হোসেন (২৮) গোলনুর (২২) দম্পতির ঘরে এ শিশুর জন্ম হয়। শিশুটি দেখতে উৎসক মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছে।
শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, আমার স্ত্রী যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তখন সে হঠাৎ একদিন ভয় পায়। এতে তার জ্বর ও সর্দি-কাশি হলে তাকে ওই এলাকার খনকার-কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে সুস্থ না হলে পরে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসায় ভাল হয়।
৯ মাস পূর্ণ হওয়ার পর সকালে বাড়িতে তার এই ছেলে সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকে সে মায়ের দুধ পান করে। মাঝে মাঝে কেঁদেও ওঠে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, গর্ভকালীন অপচিকিৎসা ও কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এমন হতে পারে। এছাড়াও জন্মগতভাবে জ্বিন সমস্যায়ও এমন সন্তানের জন্ম হতে পারে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ