ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শাস্তি কান ধরে ওঠ-বস!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ধর্ষণের শাস্তি কান ধরে ওঠ-বস!

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে কান ধরে ওঠ-বসের রায় প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে।
 
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ওই গৃহবধূর স্বামী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিকদাইর গ্রামের বাসিন্দা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।



স্থানীয় সূত্র জানায়, গত ১২ অক্টোবর দুপুরে হাইওয়ে পুলিশ ওই গৃহবধূর স্বামীর ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। গাড়িটি ছাড়িয়ে নেওয়ার জন্য এক হাজার টাকা নিয়ে আসতে গৃহবধূকে ফোনে জানান তার স্বামী।

সন্ধ্যায় টাকা সংগ্রহ করে গৃহবধূ গোবিন্দগঞ্জ আসার পথে একই ইউনিয়নের সাতাইল-বাতাইল গ্রামের কোরবান আলীর ছেলে মাসুদ তাকে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন।
 
মাসুদ গৃহবধূকে শহরে না নিয়ে পাশের ভাগদরিয়া গ্রামের একটি কলা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে মাসুদকে আটক করেন।
 
পরে ওই গৃহবধূ পুলিশে অভিযোগ করতে চাইলে স্থানীয় মাতবর ইউপি সদস্য আব্দুস সালাম, আ. মান্নান মাস্টার, গুলটু বাবুসহ অন্যরা তাকে বাধা দিয়ে বিচারের আশ্বাস দেন।

১৭ অক্টোবর স্থানীয় ফুটানী বাজারে সালিশের আয়োজন করা হয়। সালিশ শেষে ধর্ষক মাসুদকে শাস্তি হিসেবে প্রকাশ্যে কান ধরে ওঠ-বস করার নির্দেশ দেন মাতবররা।

ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, ধর্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বিচারের নামে প্রহসন করেছেন মাতবররা।  

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বাংলানিউজকে জানান, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি ওই সালিশে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তু লিখিত কোনো অভিযোগ পাননি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।