ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রাজবাড়ীতে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে ‘জীবন সংগ্রাম’ শিরোনামে ধূলো-মাটি ও শুদ্ধ শিল্পচর্চায় আশ্রিত তরুণ চিত্রশিল্পী রাজকুমার পালের তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজবাড়ী শিল্পচর্চা সংগঠনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।



প্রদর্শনীতে জীবন যুদ্ধের উপরে বিষয় ভিত্তিক ৪৯টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী সব শ্রেণির মানুষের জন্য উম্মুক্ত থাকবে।

প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চিত্রকলা প্রদর্শনী চলবে। এর জন্য কোনো প্রবেশপত্র লাগবে না।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।