নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত এ অভিযানকালে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন- উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ইমদাদ (২৮), হাজীপুর গ্রামের আব্দুর গোফরানের ছেলে মো. স্বপন (২৫), একই এলাকার আবুল কালামের ছেলে আব্দুল মোতালেব (২৭), মৃত রবিউল আলমের ছেলে রিটু (২৫), রফিক মিয়ার ছেলে মো. সাজু (২৬), চন্দ্রগঞ্জ এলাকার ফয়সাল (২৫) ও রিয়াদ (২৫) সহ আটজন।
পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে টিএসআই ইকবাল বাহারের নেতৃত্বে চৌমুহনী পৌরসভার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে ও সোমবার সকালে আরো একজনকে আটক করা হয়।
এরপর সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ও রিয়াদ নামের আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ