ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার জীবন ইসলামের বাবা হাজি মো. মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের নিজ বাসভবনে তিনি মারা যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইলের বালিয়াপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে হাজি মো. মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আইএ