ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল লাবণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
শরীয়তপুরে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল লাবণী ছবি : প্রতীকী

শরীয়তপুর: অনেক নাটকীয়তা ও দেন-দরবার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল লাবণী আক্তার (১৪) নামে এক কিশোরী।

লাবণী শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের লাল শরীফ শিকদারের মেয়ে এবং আবু তালেব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।



রোববার দুপুরে লাল শরীফ শিকদারের বাড়িতে পার্শ্ববর্তী চর কোয়ারপুর গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে মোহাম্মদ আলী বেপারীর সঙ্গে লাবণীর গোপনে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এ সময় ছেলে-মেয়ে উভয়ের পরিবার বিয়ে বন্ধের আশ্বাস দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।

পুলিশ বিয়ে বন্ধ করে দিলেও থেমে থাকেনি উভয় পক্ষের পরিবার ও স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন। মেয়ের বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন করতে না পেরে তারা সোমবার দুপুরে চরকোয়ারপুর গ্রামে ছেলের এক আত্মীয় বাড়িতে গোপনে আবার বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে পালং থানার পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এ সময় স্থানীয় কিছু প্রভাবশালী লোক পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন। তারা আবারও পুলিশকে বিয়ে বন্ধের আশ্বাস দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।

এ যাত্রা লাবণী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলেও শেষ পর্যন্ত সে এই বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েই গেছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে যেন না দিতে পারে সেজন্য স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে। এরপরেও যদি আইন অমান্য করে বাল্যবিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।