ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার রোড এলাকায় বৃষ্টি (১৮) নামে এক গৃহবধূর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার স্বামীর পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সোবহান শরীফ বাংলানিউজকে জানান, মৃতদেহটি ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিলো। বাসার বাইরে দিয়ে দরজায় তালা মারা ছিলো।
তিনি আরও জানান, এটি হত্যা, নাকি আত্মহত্যা তা জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, গত ৪ থেকে ৫ দিন ধরে মৃতদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। তাই পচন ধরেছে।
বৃষ্টি বিবাহিত ছিলেন উল্লেখ করে এসআই সোবাহান জানান, তার স্বামীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেশিরা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দু’জনই ফার্নিচারের দোকানে কাজ করতেন। ৩০ সেপ্টেম্বর তারা ওই ভবনের নিচ তলায় দুই রুমের বাসা ভাড়া নেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনএইচএফ/আরএম