ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সাত খুন

ন‍ূর হোসেনকে আনতে প্রস্তুত পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ন‍ূর হোসেনকে আনতে প্রস্তুত পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।



আসন্ন প‍ূজা উপলক্ষে দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ। এ সময় মন্ত্রী দরিদ্রদের মাঝে বস্ত্র তুলে দেন।    

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেনকে ফেরত দিতে ভারতের কোর্টে আদেশ হয়েছে। আমাদের পুলিশ তাকে ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে। অর্ডার পাওয়া মাত্রই আমরা তাকে নিয়ে আনবো।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মভীরু। আমরা জঙ্গিবাদের আশ্রয় দেবো না। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম নামে বেনামে জঙ্গি সংগঠন নানা হুমকি দিচ্ছে। এতে কোনো কাজ হবে না। যারা এটা করছে তাদেরকে চিহ্নিত করা হবে।

কিছুদিন আগে প্রতিমা ভাঙ‍চুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যখন প্রতিমা তৈরি করেন সে সময় আমাদের জানালে এস ঘটনা ঘটতো না।

পূজা অনুষ্ঠানে যে কোনো অঘটন এড়াতে প্রয়োজনে নিরাপত্তার জন্য সারা দেশে
বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

এসময় দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই হত্যাকাণ্ড নিয়ে জজ মিয়া নাটক সাজাবো না। আমরা ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করবো এবং আপনাদের সামনে তা উপস্থাপন করবো।

তিনি বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন দেশি বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে। যারাই এ ষড়যন্ত্র করুক না কেন আমরা তাদের চিহ্নিত করবো এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।

অনুষ্ঠানে ৠাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনএইচএফ/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।