ঢাকা: রাজধানীর কদমতলী থানার চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে বৃষ্টি (১৮) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোবহান শরীফ বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত ওই নারীর নাম বৃষ্টি। তিনি বিবাহিত। মরদেহ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো ছিলো। বাসার দরজায় তালা দেওয়া ছিলো।
তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৪/৫ দিন ধরে ঝুলানো ছিলো। মরদেহে পচন ধরেছে।
নারীর স্বামীর নাম তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশিদের কাছ থেকে জানা গেছে স্বামী-স্ত্রী দুজনই স্থানীয় একটি ফার্ণিচারের দোকানে কাজ করতেন। তারা সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ ওই ভবনের নিচ তলায় বাসা ভাড়া নেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনএইচএফ/বিএস