মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জুতার ভেতরে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বারসহ জাবেদ আহম্মদ নয়ন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া সাংবাদিকদের বিষয়টি জানান।
এরআগে ভোরে মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকার গুলিস্থান ফিলিং স্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়নকে আটক করা হয়।
আটক নয়ন সিলেটের কোতয়ালি এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, নয়ন চোরাচালানকারী দলের সদস্য। ভোরে চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার থেকে সিলেটে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকারও বেশি।
ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, নয়নের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর