ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ইসলাপুর রোডে পার্থ কুমার (৪০) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের কোতয়ালি থানার ওসি (তদন্ত) মো. পারভেজ ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চার-পাঁচজন লোক পার্থকে গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। তবে এটা ছিনতাইয়ের ঘটনা কিনা তা এখনও জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর এলাকার একটি স্বর্ণের দোকানের কর্মচারী পার্থকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পারভেজ।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসজেএ/এমএ