ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো তাসলিমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে তাসলিমা খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণি পড়–য়া এক ছাত্রী।

মঙ্গবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার রামনগর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে তাসলিমার বিয়ে বন্ধ করে দেন ইউএনও মনিরা পারভীন ও ওসি এরশাদুল কবির চৌধুরী।



পরে কনেবাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাসলিমার বাবা মতিয়ার রহমানকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রামনগর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমার বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে মেয়ের বাবাকে সাত দিনের কারাদণ্ড দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।