গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খুকি বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খুকি।
এদিকে, ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
খুকি উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের শামস্ উদ্দিনের স্ত্রী এবং একই গ্রামের মৃত আজিজার রহমানের মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় খুকির মা আয়শা বেওয়া বাদী হয়ে শামস্ উদ্দিন ও তার বাবা বুদা মিয়সহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে শামস্ উদ্দিনের বেপরোয়া মারধরে জ্ঞান হারিয়ে ফেলে খুকি। অবস্থা বেগতিক দেখে খুকির মুখে কীটনাশক ঢেলে দিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায় শামস্সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খুকি।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ