ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় মাইক্রোবাসচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
মাগুরায় মাইক্রোবাসচাপায় ব্যবসায়ী নিহত

মাগুরা: মাগুরা শহরে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় আতিয়ার রহমান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে শহরের পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



জাহিদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে পারনান্দুয়ালী বাস টার্মিনাল সংলগ্ন মুদি দোকান বন্ধ করে আতিয়ার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহায়মেনুল হক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।