রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত দু’জন ভটভটির যাত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফরিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- গোদাগাড়ী উপজেলার আনপনগর গ্রামের মোসলেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) ও আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। আহতদের মধ্যে দু‘জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীতগামী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল, আর ভটভটি উপজেলা সদরের দিকে আসছিল। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে পাশে উল্টে পড়ে।
এতে ভটভটিতে থাকা দু’জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া, কেয়া পরিবহনের ১০ যাত্রী আহত হন।
ওসি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। ওই সড়কে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএস/এইচএ/