ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ডাকাতের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ডাকাতের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ আবদুর রহিম প্রকাশ রইয়া ডাকাতের (৩৭) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে চর শাহী ইউনিয়নের টিনার বাড়ির পাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন রইয়া ডাকাত।

পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রইয়া ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা হেদায়েত উল্যাহ (ফজল মিয়ার) ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ছিল।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, রাতে চর শাহী এলাকার টিনার বাড়ির পাশের একটি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর পায় পুলিশ। তৎক্ষণাৎ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত চক্রের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে সেখান থেকে রইয়া ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দু’টি রামদা ও দু’টি ছোরা জব্দ করা হয়।

এরপর গুলিবিদ্ধ রইয়া ডাকাতকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রইয়া ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা ছিল বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ

** লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে দুই পুলিশসহ গুলিবিদ্ধ ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।