ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীতে মায়ের অভিযোগের ভিত্তিতে আবুল বাশার (৩৫) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এ আদেশ দেন।


 
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল বাশার সদর উপজেলার সওদাগড় পাড়ার গোলাম মোস্তফার ছেলে।

নীলফামারী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দিন জানান, মাদকাসক্ত বাশার নেশার টাকার জন্য আসবাব ভাঙচুরসহ নানাভাবে বাড়ির লোকজনকে অত্যাচার করতেন। এতে অতিষ্ট হয়ে সম্প্রতি বাশারের মা মমেজা বেগম ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।