ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় পোস্টার ছেঁড়ার জেরে সংঘর্ষ, নিহত ১

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সিংড়ায় পোস্টার ছেঁড়ার জেরে সংঘর্ষ, নিহত ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ হান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তিরোইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ জিন্নার রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। এদিকে, তারা দু’জনই সিংড়া উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী শফিকুল ইসলাম শফির সমর্থক। সকালে তিরোইল গ্রামে শফিকুল ইসলাম শফির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আরিফ ও জিন্নার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে জিন্নার সমর্থক হান্নান মারা যান।

নিহত হান্নান ওই গ্রামের আব্দুর করিমের ছেলে।

সকাল ১০টার দিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মণ্ডল জানান, সংঘর্ষে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।