ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ১০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বাংলাদেশি ১০ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের চিলমারী উপজেলার বিরেন মণ্ডলের ছেলে পরিতোষ (৩৫), বিধান বর্মের ছেলে মিন্টু বর্ম (২২), খুলনার তেরখাদা উপজেলার বিশ্বনাথের ছেলে অভিজিৎ অধিকারী (২০), ফুলতলা উপজেলার কালিপদর ছেলে কংকন মণ্ডল (৪৫), হাজারী পালের স্ত্রী করুণা (৮০), ছেলে বলাই মণ্ডল (৫৫), মেয়ে সুচিত্রা বৈরাগী (৪৫), বলাইয়ের মেয়ে বিরতা (২২), কক্সবাজারের রামু উপজেলর দিপক পালের ছেলে রাজিব পাল (২৭) ও প্রিয়দর্শীর ছেলে বাবু বড়ুয়া (১৮)।

বিজিবি জানায়, সকালে পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কয়েকজনকে এপাড়ে পার করছিল পাচারকারীরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ময়িতার রহমান বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে (১১সি ধারা) মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।