ঢাকা: বিশিষ্ট সাংবাদিক মো. নিজাম উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহে ..........রাজেউন)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কানাডার টরেন্টো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি জানানো হয়।
নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ অবজারভারের চিফ রিপোর্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কনসালট্যান্ট এডিটরের দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নামাজে জানাজা শেষে টরেন্টোতেই তাকে দাফন করা হবে।
নিজাম উদ্দিনের জন্ম নোয়াখালী জেলার দাগনভূঁইয়া উপজেলায়। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করে তদানীন্তন ডেইলি মর্নিং নিউজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যোগ দেন। এরপর কয়েক দশক বাংলাদেশ অবজারভার পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে বাসস-এ জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিএস/জেডএম