ঢাকা: রাজধানীর উত্তরা, পল্লবী ও মোহম্মদপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে উত্তরায় নিহত ব্যক্তির (আনুমানিক ৩৫) নাম-পরিচয় জানা যায়নি। নিহত বাকি দু’জন হলেন, মুন্সীগঞ্জের আহমদ আলী (৪৫) ও রাজধানীর শ্যামলী হাউজিং এলাকার বাসিন্দা মরণ (১৬)।
উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ক্রসিং এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর আলম মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান।
এদিকে, পল্লবী এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকে চেপে এসেছিলেন মুন্সীগঞ্জের আহমদ আলী। তিনি মুন্সীগঞ্জেরই একটি সিমেন্ট কারখানার শ্রমিক। পল্লবীতে একটি দোকানে সিমেন্ট নামানোর সময় নিজের ট্রাকেই চাপা পড়ে গুরুতর আহত হন আহমদ। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহমদের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
অপরদিকে, রাজধানীর মোহম্মদপুরে বেড়িবাঁধ ঢাকা উদ্যান এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামলী হাউজিং এলাকার বাসিন্দা মরণের। তার বাড়ি মুন্সীগঞ্জে।
মোহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরণের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/আরএইচ