ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২০ বোতল মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বেনাপোলে ২০ বোতল মদসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় মদসহ কাদের মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে লেব‍তিলা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।



তিনি বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে নদী পার হয়ে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে এপারে মাদক নিয়ে আসছে। এ সময় বিজিবি সদস্যরা আগে থেকে ওই এলাকায় ওৎ পেতে থাকে। এ সময় ধাওয়া দিয়ে একটি বস্তাসহ তাকে আটক করা হয়। পরে ওই বস্তার ভেতর থেকে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য ব্যবসার অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।