ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশাচলকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশাচলকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম মোশারফ হোসেন দেওয়ান।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে ভুঁইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারের ভাই ইব্রাহিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর দুপুর ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কিসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।