গাজীপুর: শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় সোলার সিরামিক লিমিটেড কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।
একাধিকবার তারিখ দিয়েও কথা না রাখায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছেন।
কারখানার শ্রমিক আবুল কালাম বাংলানিউজকে বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের ছুটির আগে সেপ্টেম্বরের অর্ধমাসের বেতন ও ঈদ বোনাসের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কেবল ঈদ বোনাস দিয়ে ছুটি দেয়। ঈদের ছুটির পর ৩ অক্টোবর কারখানা খুললে শ্রমিকরা আগের দাবির কথা আবারো জানান। পরে কর্তৃপক্ষ ৭ অক্টোবর সেপ্টেম্বরের পুরো মাসের বেতন দেওয়ার আশ্বাস দেন।
কিন্তু ৭ অক্টোবরেও তাদের বেতন দেওয়া হয়নি। শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেপ্টেম্বরের বেতন চাইতে গেলে কারখানার ফ্লোর ইনচার্জ আব্দুল মালেক ও উৎপাদন ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক মো. মোশারফ হাসেন বাংলানিউজকে বলেন, ২৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বরের বেতন পরিশোধ ও গেটপাস দেওয়ার আশ্বাস দিলে কিছু শ্রমিক তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে কিছু শ্রমিক এখনো কাজে ফেরেনি।
বাংলাদশে সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএ