ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কালশী সড়কে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কালশী সড়কে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণীর মৃত্যুর পর মানিকদির কাছে কালশী সড়কে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে শুরু হয়েছে অংশিক যান চলাচল।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখায় মিরপুর কালশী থেকে ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছেন। এছাড়া মিরপুর-১২ নম্বর থেকে কালশী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহামান জানান, এখনই স্পিডব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে। এতে সেনাবাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রা।

এদিকে, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই রুট হয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে উত্তরামুখী যাতায়াতকারী মানুষ।

পুলিশ ও মিলিটারি পুলিশের হস্তক্ষেপে বেলা সাড়ে ১২টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হলেও, ইসিবি মোড় ও মানিকদি এলাকার ওই সড়কের একদিকে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
 
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মানিকদি নামাপাড়া মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন শারমিন আক্তার (১৮) নামে স্থানীয় ওই তরুণী। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এর জের ধরে ওই এলাকায় স্পিডব্রেকার বসানোর দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী বিকেলে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
 
স্থানীয়রা জানান, পশ্চিম মানিকদি এলাকার শারমিন এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। সরকারি তিতুমীর কলেজের অনার্সে ভর্তি পরীক্ষা ফরম জমা দিয়ে ক্যান্টনমেন্টের মানিকদিতে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
 
ওই স্থানে এর আগেও দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন স্পিডব্রেকার বসানোর দাবি জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
 
বাংলাদেশের সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।