ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের একটি বাড়িতে কাজের সময় ইটের আঘাতে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। ফরিদ মাঝি (৩৫) নামে ওই ব্যক্তি ভোলা জেলার বাসিন্দা, তার বাবার নাম আবুল হাশেম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী নূর উদ্দিন বাংলানিউজকে জানান, ফরিদ মিরপুর-২ নম্বরের ৬০ ফুট রোডের একটি বাসায় থাকতেন। তেজগাঁওয়ের পুরাতন একটি বাসায় ঠিকাদার দুলালের তত্ত্বাবধানে তিনি শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। এদিন দুপুর দেড়টার দিকে খাওয়ার পর বিশ্রামের সময় হঠাৎ একটি ইট এসে তার মাথায় লাগে। পরে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢামেক জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে ১০০নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সহকর্মী নূর উদ্দিন অভিযোগ করেন দুলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এখনও কোনো খোঁজও নেননি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে ফরিদের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/আইএ