ঢাকা: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই-ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’- এই স্লোগানকে সামনে নিয়ে দেশব্যাপী নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) র্যালি, সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
ঝিনাইদহ: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই- এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উৎসব মূখর পরিবেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে সমাবেশে মিলিত হয়।
সে সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ৠালি ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি ৠালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ সড়ক চাই-এর আহ্বায়ক মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ।
নাটোর: জাতীয় সড়ক দিবসে নাটোরে র্যালি ও মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শহর প্রদক্ষিণ শেষে ৠালিটি কানাইখালি শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা ও নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান।
চাঁপাইনবাবগঞ্জ: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই-ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’- প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সারা দেশের মতো একযোগে বেলা ১১টায় শহরের সাটু হল মার্কেটের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ নিসচার আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব রফিক হাসান বাবলু, যুগ্ম আহ্বায়ক মোহা. শাহ্জাহান, সদস্য দিলসাদ তাহমিনা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা শীষ মোহাম্মদ প্রমুখ।
চুয়াডাঙ্গা: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই-এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ পালিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই-নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিসচা সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) ছুফি উল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাবুদ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্ঘটনা রোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে।
ঈশ্বরদী: নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে নিরাপদ সড়কের দাবিতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের রেলগেটের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল শহীদ মিনার থেকে বাজার পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে।
র্যালি উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু।
লক্ষ্মীপুর: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই-ভাই সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’-এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে নিরপাদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ওয়ালটনের সহযোগীতায় ও নিরাপদ সড়ক চাই’র (নিসচা) উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নিরাপদ সড়ক চাইর লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, সদস্য সচিব সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
সামবেশ শেষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মেহেরপুর: চালক-মালিক, পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই-এ স্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি পেশ করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন মেহেরপুর জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে দীর্ঘ এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ডা. আবুল বাশার, নিচসার সদস্য সচিব সাংবাদিক তুহিন আরন্য, মেহেরপুর প্রেসক্লাব প্রতিনিধি রশিদ হাসান খান আলো, জাগো মেহেরপুর সংগঠক শোয়েব রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক (ডিসি) শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লা মতু ও বাস-ট্রাক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের হাতে স্মারকলিপি তুলে দেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ।
নীলফামারী: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা করেছে নিরাপদ সড়ক চাই(নিসচা) জেলা কমিটি।
শহরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভায় সভাপতিত্ব করেন নিসচার সভাপতি মৃনাল কান্তি রায়।
নিসচা সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, নিসচা সহ-যুগ্ম আহ্বায়ক পরিতোষ রায়, বন্ধু সভার সভাপতি সুধির রায় ও নিসচা সদস্য দ্বিপন ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে বর্নাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শরীয়তপুর: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ উপলক্ষে শরীয়তপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি সেকান্দার আলম রিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য সুশীল চন্দ্র বাছার, জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুর রহমান।
ঠাকুরগাঁও: চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই-এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রাশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নিসচার ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক ননী গোপাল বর্মন, সদস্য সচিব আবু মহী উদ্দীন, মনতোষ কুমার দে, আব্দুল লতিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ