ঢাকা: রাজধানীর ভাসানটেকে নিজ বাড়িতে লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিরাজুল শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মিরাজুলের বাবার নাম মনসুর শেখ। তাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। বর্তমানে তারা পূর্ব ভাসানটেকের একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকেন।
মিরাজুলের ভাই মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, সে একটি সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাকর্মী। এদিন সন্ধ্যায় বাসায় লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/আইএ