সিরাজগঞ্জ: স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় ঈর্ষান্বিত একটি অশুভ শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে বিশ্ব দরবারে নন্দিত হচ্ছেন, স্বাস্থ্য ও মাতৃসেবা, পরিবেশ উন্নয়ন এবং আইসিটি উন্নয়নে পুরস্কৃত হচ্ছেন, ঠিক তখনই সেই অশুভ শক্তির রাজনৈতিক পেতাত্মারা মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নাসিম বলেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নস্যাৎ করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা অশুভ শক্তির সব অপতৎপরতা প্রতিহত করবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে যাতে দুর্গোৎসব পালিত হয় ১৪ দলের নেতাকর্মীদের সেদিকে নজর রাখার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রী এর আগে দুপুরে সদর উপজেলার খোকসাবাড়িতে ১০ শয্যা বিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় হাসপাতালে আন্তঃবিভাগে কোনো রোগী ভর্তি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। পরে রতনকান্দি ইউনিয়নের বাহুকায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও কাজীপুরে সীমান্ত বাজারে স্বাস্থ্য বিভাগের নির্মাণাধীন আইএইচটি ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিঞা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ