নীলফামারী: নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে ১৫টি গৃহহীন পরিবারের মধ্যে ঘর-নির্মাণ সামগ্রী ও উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মন্ত্রীর নীলফামারীর বাসভবনের সামনে গৃহনির্মাণ সামগ্রী এবং পরে উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফোরামের সভাপতি মো. হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ।
মন্ত্রীর সহকারী তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ একটি চলমান কর্মসূচি। মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি দুই মাস পরপর এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
গৃহহীনদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করে ঘর নির্মাণের যাবতীয় মালামাল দেওয়া হয়। এসব মালামাল পরিবহন ও ঘর নির্মাণের যাবতীয় খরচ বহন করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এসব গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে, সদর উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবু আসাদ মিয়া বলেন, সম্প্রতি জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের কাচারীবাজারে ১০টি দোকান, কুন্দুপুকুর ইউনিয়নে ১৮টি বসতবাড়ি ও ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে তিনটি বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। উপজেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ওইসব পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএটি/আরএম