ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা-মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
দামুড়হুদায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা-মামলা ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় শওকত আলী নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও আরেক বালু ব্যবসায়ী গিয়াস উদ্দীনের নামে মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আ. হালিম এ রায় দেন।


আদালত সূত্রে জানায়, দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের গোবিন্দহুদা-বদনপুর সড়কের ধারে ট্রাক্টর-টলি দিয়ে বালু উত্তোলন করায় সময় শওকত আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে দামুড়হুদার চিৎলা গ্রামের গিয়াস উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আ. হালিম। এ সময় বালুভর্তি ট্রাক্টর আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।