ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে এএসআই হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
রাজধানীতে ছুরিকাঘাতে এএসআই হত্যা

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে ওই থানার পাশে পর্বতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।



দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ ডিউটি করার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন ইব্রাহীম। এ সময় আকস্মিকভাবে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ওই দুই ব্যক্তিসহ অন্য দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা ইব্রাহীম মোল্লার কাঁধে ছুরিকাঘাত করেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় রাত পৌনে ১১টার দিকে সন্দেহভাজন মাসুদ ওরফে সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ইব্রাহীম মোল্লার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্ট‍া, অক্টোবর ২২, ২০১৫ (আপডেট: ১১০৩ ঘণ্টা)
এজেডএস/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।