শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ দুর্ঘটনার বিষয়ে বাংলানিউজকে বলেন, নিহত নুরুল ইসলাম উপজেলার ঘাগড়া পটলপাড়া গ্রামের মসল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নুরুল ইসলাম শেরপুর যাওয়ার উদ্দেশে অটোরিকশায় উঠতে যান। এ সময় পেছন থেকে অন্য একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই