ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
দিনাজপুরে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে ফরিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



আত্মহত্যাকারী ফরিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় গ্রামের মৃত মোজ্জামেল হকের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান (পিপিএম) বাংলানিউজকে জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ ফরিদুল বিষপান করেন। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।