সিলেট: সিলেট নগরীর সোবহানীঘাটে পথচারী এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর সোবহানীঘাট কাঁচাবাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুই ছিনতাইকারী হলেন-নগরীর দক্ষিণ সুরমার কুচাই এলাকার আত্তর আলীর ছেলে রাবেল আহমদ ও কুচাই দক্ষিণ পাড়ার বিল্লাল আহমদের ছেলে রুবেল আহমদ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই