ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার তিনশো ফিট রাস্তার সানভেলি প্রোপার্টিসের সামনে জহুরুল ইসলাম বিজয় (৩২) নামে এক ব্যক্তি র্যাব-১’র সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে র্যাব-১’র সদস্যারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, নিহত জহুরুলের বাসা রাজধানী বাড্ডার আনন্দ নগর এলাকায়। তার বাবার নাম সাদেক আলী।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, নিহত জহুরুল ইসলামের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই