বেনাপোল (যশোর): ভালো বেতনের চাকরির প্রলোভনে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের পিছনে রেললাইনের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে (১১-সি) ধারায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারী হিসেবে অভিযোগ দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশু, পরুষ ও নারীরা হলেন-কালিয়া উপজেলার ইকবালের মেয়ে পারভিন (১৬), ওহিদুলের স্ত্রী সাফিয়া (১৯), ইসলামের স্ত্রী তাসলিমা (৪০), গোলাম শরীফের ছেলে সেলিম (৪০), সেলিমের স্ত্রী রেয়া (১৮), ছেলে সজল (১০), শাহেদ (০৫), মেয়ে সাদিয়া (০৯), হাসানের ছেলে নয়ন (২০) ও তার স্ত্রী আফরোজা (১৮), ছেলে সফিক (০৪), রবিউলের ছেলে বাবু মোল্লা (১৮), ওবাদ শেখের স্ত্রী রত্না (৩৫), মেয়ে রাবিয়া (০৮), শাফায়েতের ছেলে নেয়ামত (২৫), আলতাফের স্ত্রী নাহার (৪৫), মেয়ে বৃষ্টি (১১), গোলামের ছেলে আলফাজ (১৭) আলফাজের ছেলে সজিব (১৭) ও নয়ন (০৭)।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জেডএফ/টিআই